মণিরামপুর (যশোর) প্রতিনিধি: সারা দেশের মতো যশোরের মণিরামপুরেও পূর্ণ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা। মঙ্গলবার সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চত্বরে এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউএ পদে কর্মরতরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে এফডব্লিউভি লায়লা আনজুমান বানুর সভাপতিত্বে এবং এফপিআই আমিনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন এফপিআই আঞ্জুমান আরা, আকতারুজ্জামান, এফডব্লিউভি মামেন সুলতানা কবিতা, এফডব্লিউএ নাসরিন সুলতানা, মরিয়ম খাতুন, দীপা খন্দকার, সোমা দাস প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা বিভাগের রাজস্ব খাতভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ পদ—পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)—এর ন্যায্য ও যৌক্তিক নিয়োগবিধি দীর্ঘ ২৬ বছরেও বাস্তবায়ন হয়নি।
তারা বলেন, “চাকরির শুরু থেকে আজ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করেও কোনো কার্যকর ফল মেলেনি। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও নিয়োগবিধি এখনো বাস্তবায়িত হয়নি।”
সমাবেশে আন্দোলনকারীরা আরও জানান, তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর এবং ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে।







