Friday, December 5, 2025

যশোরে ভিওআইপি ব্যবসায়ী বাবুল ও সার চুরির মামলায় আটক তিন কর্মকর্তা রিমান্ডে

যশোরে ভিওআইপি যন্ত্রপাতি ও বিপুল পরিমাণ ভারতীয় সিম কার্ডসহ আটক ভিওআইপি ব্যবসায়ী বাবুল হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই দিনে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নদীবন্দর থেকে বিএডিসির ৭ ট্রাক সার চুরির মামলায় মেসার্স বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা–কর্মচারীর একদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার পৃথক দুটি রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন ও জাকিয়া সুলতানা এ আদেশ দেন।

আটক বাবুল হোসেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের মোহাম্মদ চাঁদ আলী বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে ভাড়া থাকতেন। গত ১১ নভেম্বর গভীর রাতে ডিবি পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে। তল্লাশিতে একটি ল্যাপটপ, বিভিন্ন ভারতীয় কোম্পানির ৩১৭টি সিম কার্ড, ভিওআইপি কাজে ব্যবহৃত বিভিন্ন সরজ্ঞাম উদ্ধার করা হয়। এ মামলায় তাকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে সোমবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, ৯ নভেম্বর নওয়াপাড়া ঘাট থেকে ৭ ট্রাকে সার লোড করে রংপুর, রাজশাহী, নওগাঁ, ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিএডিসি গোডাউনে পৌঁছানোর কথা ছিল। এসব সারের আনুমানিক মূল্য ২ কোটি ৫২ লাখ ৮৯ হাজার টাকা। বিএডিসির সার দেশের বিভিন্ন জেলার গোডাউনে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আকিজ রিসোর্স লিমিটেডের এবং তাদের অঙ্গপ্রতিষ্ঠান মেসার্স বঙ্গ ট্রেডার্সের। কিন্তু পরে জানানো হয় সারগুলো চুরি হয়েছে। ডিবি পুলিশ অভয়নগরের নওয়াপাড়া থেকে বঙ্গ ট্রেডার্সের তিন কর্মকর্তা সুজন মজুমদার (সুপারভাইজার), বাবুল দাস (সহকারী ম্যানেজার) ও মাসুম বিল্লাহ (ডেপুটি ম্যানেজার)কে ২২ লাখ টাকাসহ আটক করে এবং তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানায়। শুনানি শেষে বিচারক প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর