Friday, December 5, 2025

যশোরে যুবকের কোমরে লুকানো ছিল ৬৯ লাখ টাকার সোনা

যশোরে বিজিবির অভিযানে ৬৯ লক্ষ টাকার একটি স্বর্ণবারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ইমরান হোসেন সাতক্ষীরা জেলার সতর উপজেলার সরকার পাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। ওই সোনা সাতক্ষীরা হয়ে  ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গেছে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবি’র একটি টহলদল যশোর সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এসময় ইমরান হোসেন (৪২)কে আটক করা হয়। ইমরান হোসেনের কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩৮৪.৩৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণবার উদ্ধার করা হয়। যার দাম ৬৯ লক্ষ ৩৯ হাজার ২১২ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারী ইমরান হোসেন স্বীকার করেন যে তিনি ঢাকার মালিবাগ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারটি সংগ্রহ করেছিলেন। ঢাকা থেকে স্বর্ণটি নিয়ে তিনি সাতক্ষীরা হয়ে সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর