Friday, December 5, 2025

বিশ্ব এইডস দিবসে যশোর জেনারেল হাসপাতালের বর্ণাঢ্য র‍্যালি

যশোরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টা ২০ মিনিটে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েতের নেতৃত্বে র‌্যালিটি তিন নম্বর গেট হয়ে হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেট দিয়ে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে সকাল ৯টা ৩০ মিনিটে শেষ হয়।

র‌্যালিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন বিভাগের কর্মচারীসহ প্রায় ৩০ থেকে ৪০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা HIV/AIDS প্রতিরোধ, পরীক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে নানা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

র‌্যালি শুরুর আগে তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত এইডস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, HIV–এর ঝুঁকি কমাতে নিরাপদ আচরণ ও তথ্যভিত্তিক সচেতনতা অত্যন্ত জরুরি।

যশোর জেনারেল হাসপাতাল নিয়মিত HIV পরীক্ষা, কাউন্সেলিং ও চিকিৎসা সেবা প্রদান করছে বলেও তিনি জানান।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর