যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় যৌথ বাহিনীর টাহল টিমের ককটেল উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় তিন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা হয়েছে। থানার উপ-পরিদর্শক মিনারা খাতুন শংকরপুর এলাকার চিহ্নিত তিন সন্ত্রাসীর নাম উল্লেখ করে অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন।
আসামিরা হলেন, শংকরপুর বটতলা মসজিদ এলাকার খোকন ওরফে মেসিয়ার খোকনের ছেলে সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির , রুস্তম আলীর ছেলে সামি আহমদ ওরফে শিপন খাঁ এবং আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে রাকিব হাসান ওরফে অনিক ওরফে অনি ।
এজাহারে উল্লেখ করা হয়েছে, যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার নিয়মিত টহল দিচ্ছিলো। সন্ধ্যা ছয়টার দিকে সংবাদ পেয়ে শংকরপুর বটতলা মসজিদ এলাকার রাজ্জাকের বাড়ীর সামনে ফাঁকা জায়গায় একটি ককটেল রেখে আসামিরা ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে জনমনে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছিল। সংবাদ পেয়ে সেখানে উপস্থিত হলে আসামিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে একটি ককটেল উদ্ধার করা হয়।
উপ-পরিদর্শক মিনারা খাতুন আরও জানিয়েছেন, পলাতক আসামি সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দশটি মামলা, শিপন খার বিরুদ্ধে সাতটি মামলা এবং সন্ত্রাসী অনির বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।
রাতদিন সংবাদ







