Friday, December 5, 2025

ঝিকরগাছায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা

যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে তিনি নেতাকর্মীদের ধৈর্য ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান মতি, ঝিকরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি দাউদ মড়ল ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়া যশোর জেলা মহিলা দলের নেত্রী হিরা মনি, উপজেলা মহিলা দলের নেত্রী রউফুননেছা, ঝিকরগাছা সদর ইউনিয়নের ১–৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, ঝিকরগাছা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর বিএনপির নেতা ইবরাহীম হাসান, পৌর বিএনপির নেতা মুস্তাফিজুর রহমান, আনিসুজ্জামান রিপন, হারেজ পাটোয়ারীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, সুমন আহম্মেদ; স্বেচ্ছাসেবক দলের তারেক মাহমুদ শরীফ, সোহাগ, সোলাইমান; ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন, অমিদ হাসান, নাফিজ ইসলাম ও সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাব্বি হাসান রাকিবও দোয়া মাহফিলে অংশ নেন।

শেষে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও সুস্থতা, দেশের শান্তি এবং দলের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

বিশেষ প্রতিনিধি

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর