গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের সিসিইউয়ে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশের সকল স্তরের মানুষের আন্তরিকতা ও প্রার্থনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে সংকটকালীন এই মুহূর্তে মায়ের স্নেহস্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন তিনি, তবে স্বীকার করেছেন—এক্ষেত্রে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা একক নয়। শনিবার সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়া বর্তমানে ‘গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন’ অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার সুস্থতার জন্য দল-মত-নির্বিশেষে দেশবাসী আন্তরিকভাবে দোয়া করছেন।
তারেক রহমান লেখেন, সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে তার আশু রোগমুক্তির জন্য সকলকে দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।
তিনি জানান, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। বন্ধুত্বপূর্ণ কয়েকটি রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসের সবচেয়ে আবেগঘন অংশে তিনি নিজের দেশে ফিরে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষার কথা বলেন। তারেক রহমান লেখেন,
এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু এটি বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত।
রাজনৈতিক বাস্তবতার কারণে এই প্রত্যাশা পূরণে দেরি হচ্ছে বলেও ইঙ্গিত করেন তিনি। তবে আশা প্রকাশ করেন, পরিস্থিতি অনুকূলে এলেই তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউয়ে চিকিৎসাধীন। তার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







