যশোরে গণপিটুনিতে আহত এবং অস্ত্র ও গুলিসহ আটক নয় মামলার আসামি কোরবান আলী ওরফে কুরবান ওরফে সুমনের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন কোতোয়ালি থানার এসআই মোফাজ্জেল হোসেন।
এজাহারে এসআই মোফাজ্জেল হোসেন উল্লেখ করেন, গত ২৬ নভেম্বর রাত ১০টার দিকে পুলিশের বেতার মারফত খবর পেয়ে তিনি শহরের খালধার রোডস্থ আমিনিয়া আলিয়া মাদ্রাসার ফাঁকা মাঠে উপস্থিত হন। সেখানে গিয়ে দেখতে পান, কোরবান আলীকে স্থানীয় লোকজন গণপিটুনি দিয়েছে। তিনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে সেখান থেকে একটি ওয়ান-শুটার গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ কোরবানকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু করা হয়েছে।
এসআই মোফাজ্জেল হোসেন জানান, কোরবান আলী একজন চিহ্নিত সন্ত্রাসী। কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে নয়টি মামলা চলমান রয়েছে। কোরবান খালধার রোড বারান্দিপাড়া এলাকার মুজিবর রহমানের ছেলে। বর্তমানে তিনি শহরতলীর শেখহাটি এলাকায় ভাড়া থাকেন।
রাতদিন সংবাদ







