Friday, December 5, 2025

যশোরে স্ত্রীর দা’র কোপে স্বামী আহত

যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালি গ্রামে স্ত্রী রোজীনা বেগম (৪৫) এর দা এর কোপে স্বামী ফজর আলী (৫৫) মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আহত  ফজর আলী একই গ্রামের মধু সরদার এর ছেলে।

ফজর আলীর নিকটাত্মীয়ের বরাতে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী রোজিনা বেগম এর সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি থেকে হাতাহাতির এক পর্যায়ে স্ত্রী রোজিনা বেগম ধারালো দা দিয়ে মাথায় কোপ মারলে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ভোর হ‌ওয়ার সাথে সাথে প্রতিবেশীরা প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল রেফার্ড করলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটার সময় ফজর আলী যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে ভর্তি হন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর