যশোর কোতোয়ালি থানার গাজীর দরগা নতুনহাট পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় আলিফ (৯) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যে জানা যায়, আলিফ রাস্তা পারাপারের সময় যশোরমুখী একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে শিশুটি হাসপাতালের তৃতীয় তলার শিশু সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
রাতদিন সংবাদ/আর কে-০৮







