Friday, December 5, 2025

যশোরে ধর্ম মা পাতিয়ে মেয়েকে ধর্ষণের ঘটনায় যুবক আটক

যশোরে ‘ধর্ম মা’ পাতিয়ে মেয়েকে ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্ট করার অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ইকরামুল কবীর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মারজুল ইসলামের ছেলে। সোমবার সন্ধ্যার পর ঢাকার খিলক্ষেত এলাকা থেকে র‌্যাব-১ এর একটি স্পেশাল টিম তাকে আটক করে। পরে কোতোয়ালি থানা পুলিশ গিয়ে ইকরামুলকে হেফাজতে নেয়। মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা ও পুলিশ সূত্র জানায়, ফেসবুকের মাধ্যমে বাদীর সাথে ইকরামুল কবীরের সঙ্গে পরিচয় হয়। একপর্যায়ে তিনি ভুক্তভোগীর মাকে ‘ধর্ম মা’ বলে ডাকতে শুরু করেন। এ সূত্রে ইকরামুল তাদের বাড়িতে যাতায়াত শুরু করে এবং বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করতে থাকে। এ সময় বাদীর অন্যত্র বিয়ে হলেও ইকরামুল নানা উপায়ে উত্যক্ত করা অব্যাহত রাখে। বাদী পাত্তা না দেওয়ায় ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি রাতে ইকরামুল বাদীর বাবার বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ সময় ইকরামুল গোপনে ভিডিও ধারণ করে। বিষয়টি জানাজানি হলে সে ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। একই কৌশলে ভয়ভীতি দেখিয়ে ইকরামুল ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি ও ১৬ সেপ্টেম্বর বাদীকে আবারও ধর্ষণ করে। এতে বাদীর গর্ভে সন্তান আসে, যা গত ২৯ সেপ্টেম্বর জোরপূর্বক গর্ভপাত করানো হয়। সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল একইভাবে আবারও ধর্ষণের ঘটনা ঘটে। এছাড়া ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত বিকাশের মাধ্যমে বাদীর কাছ থেকে ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয় ইকরামুল।

বাধ্য হয়ে ভুক্তভোগী নারী গত ৩১ জুলাই যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। আদালত কোতোয়ালি থানাকে বিষয়টি নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন। শেষমেশ সোমবার রাতে র‌্যাব ঢাকা থেকে ইকরামুলকে আটক করে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর