যশোরে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল অব্যাহত রেখেছে যশোর জেলা মৎস্যজীবী দল। মঙ্গলবার সন্ধ্যার পর নেতাকর্মীরা ৫নং উপশহরের বি-ব্লক বাজারে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল করেন। এ সময় তারা পথসভাও আয়োজন করেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে যশোর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া বলেন, অনিন্দ্য ইসলাম অমিত শুধু একজন প্রার্থী নন—তিনি আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রত্যাশা এবং পরিবর্তনের প্রতীক। যশোরের মানুষ যে নেতৃত্ব খুঁজছে, তার যোগ্য বিকল্প অমিত ছাড়া আর কেউ নেই—এ কথা সময় বহুবার প্রমাণ করেছে।
তিনি আরও বলেন, অমিতের বিজয় শুধু একটি রাজনৈতিক জয়ের নাম নয়; এটি মৎস্যজীবী সমাজের অধিকার, প্রান্তিক মানুষের স্বস্তি ও বঞ্চিতদের কথা বলার সুযোগের বিজয়। তাই অমিতকে জয়ী করা এখন আমাদের একমাত্র ও প্রধান লক্ষ্য।
টেনিয়া বলেন, ভোটের দিন দায়িত্ব আরও বেড়ে যাবে। সবার আগে নিজের ভোটটি নিশ্চিত করতে হবে—সময়ক্ষেপণ করা যাবে না। পাশাপাশি প্রতিবেশী, আত্মীয়–স্বজন, পরিচিত মানুষ—যারা অমিতের পক্ষে আছেন—তাদের যেন কোনো বাধা ছাড়া, নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, তা দেখার দায়িত্বও মৎস্যজীবী দলের। তিনি বলেন, “ভোটের মাঠে আমাদের প্রতিটি সদস্যকে সজাগ, দায়িত্ববান ও সাহসী থাকতে হবে।”
আরও উপস্থিত ছিলেন— থানা বিএনপির নেতা আজগর আলী, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল মামুন তুষার, সদস্য আনসার আলী, জাকির হোসেন মিঠু, সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্যসচিব শহিদুল হক পাপ্পু, সচিব বোরহান উদ্দিন নাসিম, রোকনুজ্জামান, মাসুম বিল্লাহ, নগর মৎস্যজীবী দলের নেতা ইউসুফ বিশ্বাস সোহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং উপশহর ইউনিয়ন বিএপির সভাপতি মো. হোসেন আলী।
পথসভা লিফলেট বিতরণের পর ইউনিয়ন বিএনপির নেতা রহিমের বাবা আব্দুল হালিমের মরদেহ দেখতে যান জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া। এসময় পরিবারের সদস্যদেরকে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে শোকসমপ্ত ও সমবেদনা জানান।







