Friday, December 5, 2025

টিএস আইয়ূবের ধানের শীষের প্রচারণা রূপ নিলো বিশাল নির্বাচনী সমাবেশে

যশোর–৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূবের নির্বাচনী প্রচারণা মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে এক বিশাল জনসমাবেশে পরিণত হয়েছে। শিল্পনগরী নওয়াপাড়ার শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে ২০ হাজারেরও বেশি মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পৌর বিএনপির সহ-সভাপতি শাহ জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব। তিনি বলেন, “মানুষ আজ জেগে উঠেছে। তারা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাইছে। বিএনপি গণমানুষের দল—গত ১৬ বছরের শত নির্যাতন-নিপীড়নের মধ্যেও আমরা মানুষের পাশ থেকে সরে দাঁড়াইনি। তাই জনগণ ধানের শীষের বিজয় দেখতে চায়।”

তিনি উপস্থিত জনতাকে আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন— অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান খোকন, বিএনপি নেতা শেখ আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন লিপু, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম, এসএম মুজিবুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুলু, অভয়নগর থানা কৃষক দলের সভাপতি কামরুজ্জামান মোগল, পৌর কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম পপলু, থানা যুবদলের আহ্বায়ক বাকীউজ্জামান রানা, সদস্য সচিব আল মামুন সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, যুবদল নেতা আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নির্বাচনী সভাকে ঘিরে দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে ব্যানার–ফেস্টুন ও মিছিল-শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীদের পদচারণায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। বিদ্যালয় মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনতার ঢলে, বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সমাবেশ শেষে টিএস আইয়ূবের নেতৃত্বে একটি বিশাল মিছিল নওয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর