মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী বেনাপোল আইসিপি এলাকা, আমড়াখালী চেকপোস্টসহ সীমান্তবর্তী বিভিন্ন স্থানে বিজিবির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, বিভিন্ন ধরনের ঔষধ, চকলেট, খাদ্যপণ্য ও কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করা হয়। আটককৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৮ হাজার ১৮০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা তৎপরতা ও অভিযান চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, “আমাদের ব্যাটালিয়নের আওতাভুক্ত সীমান্তজুড়ে নিয়মিত অভিযান চালানোর ফলেই মাদক ও বিভিন্ন চোরাচালান পণ্য আটক সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”







