বাঘারপাড়া (যশোর): চাঁদার টাকা না দেওয়ার জেরে যশোরের বাঘারপাড়ায় খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুস সেলিমকে (৪৫) চাকু দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
আহত সেলিম বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়ীয়া ইউনিয়নের খানপুর গ্রামের কেরামত আলী মোল্লার ছেলে। তিনি খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত।
আহত আব্দুস সেলিম জানান, চাঁদার টাকা দাবি করে ইকবাল একই ইউনিয়নের দয়রামপুর গ্রামের ইকবাল (৪৫) ও তার সঙ্গে থাকা আরেক অজ্ঞাত ব্যক্তি সেলিমকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষ থেকে জোরপূর্বক বাইরে নিয়ে যায়। পরে তারা ধারালো চাকু দিয়ে তার ডান হাতের বাহু ও পিঠে একাধিক আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
সেলিমের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।







