মোঃ জাকির হোসেন, কেশবপুরঃ কেশবপুরে হাজারো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৮)। সোমবার দুপুরে জোহরের নামাজ বাদ কেশবপুর পাবলিক ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করে।
শেষ শ্রদ্ধা জানান কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারপার্সন অধ্যাপক নাজর্গিস বেগম। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবারুল হক সাবু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য কাজী রওণকুল ইসলাম শ্রাবণ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ আসনের ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। জানাজায় ইমামতি করেন মুফতি ফজলুল করিম কাসেমী। শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের সমাগমে জানাজা জনসমুদ্রে রূপ নেয়। বালিয়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
উল্লেখ্য, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন। প্রথমে ঢাকায় চিকিৎসা নেওয়ার পর ভারতে দিল্লির মেডান্তা হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকাল ১১টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে কেশবপুরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তিনি শুধু রাজনীতিবিদই নন, ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী ও সমাজসেবক, যিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত থেকে মানবসেবায় নিবেদিত ছিলেন। তাঁর প্রস্থান কেশবপুরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
আর কে-০২







