Friday, December 5, 2025

আদালতের আদেশ মঞ্জুর, দ্রুতই যশোরের সেই আফিয়ার ডিএনএ টেস্ট

যশোরের শ্বেত বর্ণ গায়ের রঙ হওয়ায় স্বামী ছেড়ে যাওয়া সেই মনিরার জিডি তদন্তের আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছন জিডির তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার। তদন্তের সার্থে দ্রুতই আফিয়ার ডিএনই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি। এরআগে গত ১৭ নভেম্বর রাতে আফিয়ার মা মনিরা বেগম কোতোয়ালি থানায় জিডি করেছিলেন।  জিডির তদন্ত কর্মকর্তা  ডিএনএ পরীক্ষাসহ আইনগত কার্যক্রম শুরু আবেদন জানিয়েছিলেন।  বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল আবেদন মঞ্জুর করেন।

এ বিষয়ে এসআই দেবাশীষ হালদার জানান, সোমবার বিকেলে আদালত তদন্তর আবেদন মঞ্জুর করেছেন বলে জানতে পেরেছেন। তিনি বলেন, আদালতের লিখিত নির্দেশনা হাতে পেলে ডিএনএ পরীক্ষা কার্যক্রম শুরু করবেন তিনি। তিনি বলেন, পুলিশ আফিয়ার ডিএনএ পরীক্ষা করবে একই সাথে আফিয়ার বাবারও ডিএনএ পরীক্ষা করা হবে। প্রথমে আরিফার বাবাকে খোজা হবে। তিনি যদি দেশের বাইরে থাকে কিংবা তাকে যদি এই মুহুর্তে না পাওয়া যায় তাহলে দা,চাচা কিংবা রক্তের সম্পর্ক রয়েছে এমন কারও ডিএনএ পরীক্ষা করলেই বিষয়টি স্পষ্ট হবে। তিনি বলেন, ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডির সদর দপ্তরে এ পরিক্ষা করানো হবে।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাজুয়াডাঙ্গা গ্রামের শহিদ মোল্লার মেয়ে মনিরার পাঁচ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফর মোল্লার সাথে। দুই বছরের মাথায় জন্ম আফিয়ার। কিন্তু শ্বেত বর্ণের হওয়ায় মনিরাকে তালাক দেন স্বামী একই সাথে স্ত্রী-সন্তান ফেলে বিদেশে পাড়ি জমান। অন্যদিকে, মানবেতার জিবন যাপন শুরু করে মনিরা। সম্প্রতি পত্রপত্রিকা ও টিভি মিডিয়ায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় উঠে আসে। পুলিশ সুপার আইনগত সহায়তার আশ্বাস দেন। এমনকি আফিয়ার মা মনিরার সাথে কথা বলে সার্বিক ব্যবস্থা গ্রহন করে কোতোয়ালি থানা পুলিশ।

শামীম হোসেন

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর