যশোরের শ্বেত বর্ণ গায়ের রঙ হওয়ায় স্বামী ছেড়ে যাওয়া সেই মনিরার জিডি তদন্তের আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছন জিডির তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ হালদার। তদন্তের সার্থে দ্রুতই আফিয়ার ডিএনই পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তিনি। এরআগে গত ১৭ নভেম্বর রাতে আফিয়ার মা মনিরা বেগম কোতোয়ালি থানায় জিডি করেছিলেন। জিডির তদন্ত কর্মকর্তা ডিএনএ পরীক্ষাসহ আইনগত কার্যক্রম শুরু আবেদন জানিয়েছিলেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মন্ডল আবেদন মঞ্জুর করেন।
এ বিষয়ে এসআই দেবাশীষ হালদার জানান, সোমবার বিকেলে আদালত তদন্তর আবেদন মঞ্জুর করেছেন বলে জানতে পেরেছেন। তিনি বলেন, আদালতের লিখিত নির্দেশনা হাতে পেলে ডিএনএ পরীক্ষা কার্যক্রম শুরু করবেন তিনি। তিনি বলেন, পুলিশ আফিয়ার ডিএনএ পরীক্ষা করবে একই সাথে আফিয়ার বাবারও ডিএনএ পরীক্ষা করা হবে। প্রথমে আরিফার বাবাকে খোজা হবে। তিনি যদি দেশের বাইরে থাকে কিংবা তাকে যদি এই মুহুর্তে না পাওয়া যায় তাহলে দা,চাচা কিংবা রক্তের সম্পর্ক রয়েছে এমন কারও ডিএনএ পরীক্ষা করলেই বিষয়টি স্পষ্ট হবে। তিনি বলেন, ঢাকার মালিবাগে অবস্থিত সিআইডির সদর দপ্তরে এ পরিক্ষা করানো হবে।
শামীম হোসেন







