নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগর উপজেলায় অজ্ঞান পার্টির তিন সদস্যকে আটক করেছে স্থানীয় জনসাধারণ। সোমবার সকালে পায়রা ইউনিয়নের ফকিরহাট বাজারসংলগ্ন একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে জানালা ভেঙে ঢুকে লুটপাটের চেষ্টা করলে স্থানীয়রা তাদের হাতে-নাতে ধরে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে সন্দেহজনকভাবে কয়েকজন ব্যক্তি বাড়িটির আশপাশে ঘোরাফেরা করছিল। এরপর চেতনানাশক স্প্রে ব্যবহার করে জানালা ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা করলে বাড়ির মালিক ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাদের ধরে ফেলে। এসময় উত্তেজিত জনতা আটক তিনজনকে গণধোলাই দেয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম রাতদিন নিউজকে বলেন, আটক ব্যাক্তিদের থানায় নিয়ে আসা হচ্ছে । থানার আনার পরে বিস্তারিত বলতে পারব।







