Friday, December 5, 2025

আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু 

মোঃ নাজমুল হুদা, বান্দরবান: বান্দরবান জেলার আলীকদম উপজেলার উপর দিয়ে বয়ে চলা মাতামুহুরি নদী থেকে সানু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৩ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।  উদ্ধার সানু মিয়া উপজেলার ছাবের মিয়া পাড়ার বাসিন্দা।
সূ্ত্র জানায় শনিবার (২২ নভেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
সানু মিয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর্জা জহির  উদ্দিন বলেন, স্থানীয়দের সহায়তায় লাশের পরিচয় শনাক্ত করা গেলেও মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে মৃত্যুর কারণ খুঁজে বের করতে  কাজ করছে পুলিশ।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর