বিপ্লবী বুদ্ধিজীবী কমরেড দাউদ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নয়া গণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা শাখা। কমরেড খবির শিকদারের পক্ষ থেকে পাঠানো শোকবার্তায় বলা হয়, তাঁর প্রয়াণ বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন, বাম রাজনীতি এবং নয়া গণতান্ত্রিক সংগ্রামের জন্য এক অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় বলা হয়, ৬০–এর দশকের গণআন্দোলন থেকে ’৬৯-এর গণঅভ্যুত্থান পর্যন্ত কমরেড দাউদ হোসেন অবিচল নিষ্ঠায় নিপীড়িত মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ১৯৬৮ সালে শ্রমিক–কৃষক কর্মীসংঘে যোগ দিয়ে তিনি কৃষক–শ্রমিক সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি কলকাতায় ‘বাংলাদেশ জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটি’-তে সংগঠনের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দায়িত্ব পালন করেন।
মার্কসবাদী ভাবধারায় তাঁর অনুবাদ ও গবেষণার অবদানও বিশেষভাবে স্মরণীয়। তাঁর অনুবাদগ্রন্থ রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ এবং নিজের লেখা মার্কসবাদের বঙ্গীয় স্বরূপ, বাংলাদেশের উৎপাদন ব্যবস্থা, বিংশ শতাব্দীর শেষ বাঁকের দ্বান্ধিকতা, বিজ্ঞান বিচিত্রা, প্রসঙ্গ বিবিধ প্রভৃতি গ্রন্থ তাঁকে একজন গভীর চিন্তক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া Bangladesh Genocide and World Press–এর অনুবাদ সম্পাদনার মাধ্যমে তিনি ইতিহাসচর্চায় উল্লেখযোগ্য অবদান রাখেন।
৮১ বছর বয়সে এই বিপ্লবী চিন্তকের মৃত্যুতে শোকবার্তায় বলা হয়, “এটি কেবল ব্যক্তিগত নয়—বাংলাদেশের প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল, বিপ্লবী রাজনীতি এবং মানুষের মুক্তির সংগ্রামের জন্য একটি বড় ক্ষতি।”
নয়া গণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা এবং কমরেড খবির শিকদার কমরেড দাউদ হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা ও লাল সালাম জানিয়ে বলেন, “তাঁর আদর্শ, লড়াই এবং মানবমুক্তির স্বপ্ন আমাদের পথ দেখাবে—আমরা সংগ্রামে অবিচল থাকব।”







