বেনাপোলে ভারত থেকে বাংলাদেশে ডলার ও সৌদি রিয়াল পাচারের সময় প্রায় অর্ধ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি টহলদল এ অভিযান পরিচালনা করে। আটক শফিকুল ইসলাম ঢাকার লালবাগের হরনাথ ঘোষ রোডের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্ক্যানিং রুমে তল্লাশির সময় ভারত ফেরত যাত্রী শফিকুল ইসলামের ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ লাখ ২০ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে শফিকুল জানান, ব্যবসায়িক কাজে ভারতে গিয়ে কলকাতায় অবস্থানকালে লিটু নামে এক বাংলাদেশি নাগরিক তার কাছে মুদ্রাগুলো দেন। দেশে ফেরার পর আরেক ব্যক্তি ফোনে মুদ্রা সংগ্রহ করার কথা ছিল।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল প্রতিনিধি







