Friday, December 5, 2025

বাংলাদেশের তরুণদের চমক: আন্তর্জাতিক মঞ্চে উঠছে টিম ইয়াভ

বুধবার রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইয়ুথ সায়েন্টিস্ট ইনোভেশন সোসাইটি (BYSIS)–এর আয়োজনে অনুষ্ঠিত হলো উদ্ভাবনী প্রতিযোগিতা “ইনোভেশন স্পার্ক ১.০”। দিনব্যাপী এ আয়োজনে ব্রোঞ্জ, রৌপ্য ও স্বর্ণ—এই তিনটি বিভাগে মোট তিনটি দলকে পুরস্কৃত করা হয়।

এ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের স্বর্ণপদক অর্জন করে আলোচনায় আসে টিম ‘ইয়াভ’। স্বর্ণপদক অর্জনের মাধ্যমে দলটি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেল।

টিম ইয়াভের সদস্যরা হলেন, দিপান্বিতা রায় (দলনেতা), রোহিত রায়, মুনাজিয়া মুন, শুভজিৎ সরকার, সাইফ অনিক এবং তানজিন সুলতানা প্রাপ্তি।

দলনেতা দিপান্বিতা রায় বলেন, “আমাদের লক্ষ্য শুধুই জাতীয় পর্যায়ের সফলতায় সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক মঞ্চেও স্বর্ণপদক জয় করে ইয়াভকে বিশ্বদরবারে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য।”

ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায় বলেন, “তারুণ্যের উদ্ভাবনকে দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অঙ্গনে তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেওয়া আমাদের জন্য বড় অর্জন। আমরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিওয়াইএসআইএস–এর প্রতিষ্ঠাতা মোসাদ্দেক হোসাইন, তৌসিফ রাফাত, তাসজিদ হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর