সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির বিশাল নির্বাচনী সমাবেশে দলের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, “ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
বুধবার (১৯ নভেম্বর) বিকেল ৫টায় কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে তারেক রহমান মনোনীত সাতক্ষীরা–০৩ আসনের ধানের শীষের পক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রফিকুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, মনোনয়ন ঘোষণার পর নেতাকর্মীদের উৎসাহ ও তৎপরতা নির্বাচনী মাঠকে আরও উজ্জীবিত করেছে। তিনি ভোটারদের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানান।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, কৃষক দল, জিয়া পরিষদ, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন। কর্মী–সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।







