Friday, December 5, 2025

মনিরামপুরে ধানের শীষের পক্ষে পথসভা

মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ ত্রয়োদশ সংসদ সদস্য নির্বাচনে ধানের শীষের পক্ষে মনিরামপুরে পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল বিকেলে উপজেলার ঢাকুরিয়া বাজারের বিভিন্ন সড়কে এ প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিকেল সাড়ে চারটার দিকে ঢাকুরিয়া বাজারে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে ঢাকুরিয়া-প্রতাপকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আয়োজন করা হয় পথসভার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাষ্টার মতিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, গাজী আব্দুর সাত্তার, নাজমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান,বোরহানুল ইসলাম, ভোজগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার দফাদার, সাধারন সম্পাদক কামরুজ্জামান বাবু, মশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন প্রমুখ।

আর কে-০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর