বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)–এর ৪০ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাদের স্থলাভিষিক্ত হিসেবে জেলা পুলিশের সমসংখ্যক সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে জেলা পুলিশের ১৫ সদস্য বন্দর এলাকায় দায়িত্ব পালন শুরু করেছেন। বাকিরা দুই–এক দিনের মধ্যেই যোগ দেবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বন্দর পরিচালক শামিম হোসেন রেজা জানান, আমদানি–রপ্তানি বাণিজ্য, পাসপোর্টধারী যাত্রী ও বন্দরের স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৪০ জন জেলা পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এপিবিএন সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।
এর আগে ৪ নভেম্বর বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি সাহাজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বন্দর থেকে ৪০ এপিবিএন সদস্যকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় এপিবিএনের সদস্যদের প্রয়োজন হবে।
বেনাপোল পোর্ট থানার ওসি আব্দুলা আল মামুন বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ থেকেই জেলা পুলিশ বন্দরের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেছে।’
বন্দরের তথ্য অনুযায়ী, ২০১২ সালের ৭ জুলাই বেনাপোল বন্দরে নিরাপত্তা জোরদারে এপিবিএন মোতায়েন করা হয়। বর্তমানে বন্দরের ৯৩ একর এলাকাজুড়ে ৩৪টি ওয়্যারহাউস, একটি কার্গো ভেহিকেল টার্মিনাল, যাত্রী টার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা দায়িত্ব পালন করছেন ১৬৩ জন আনসার এবং ১৪০ জন বেসরকারি নিরাপত্তাকর্মী। জেলা পুলিশ যোগ হওয়ায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।







