নড়াইল প্রতিনিধি: নড়াইল-১ আসনে ভোটের পরিবেশ ফিরে আসায় ১৭ বছর পর আবারও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিনা রহমান। সোমবার নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীর কাচারী মাঠে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন।
সেলিনা রহমান বলেন, “আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এবার আপনারা ভোট দেবেন—দেশকে বাঁচাবেন, জনগণকে বাঁচাবেন।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি’র নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
বক্তারা নারী ও শিশুর সুরক্ষা, বৈষম্য দূরীকরণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে নির্বাচিত হলে নারী ও শিশুবিষয়ক এসব অঙ্গীকার বাস্তবায়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সমাবেশে বিভিন্ন বয়সী নারীসহ স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে কাচারী মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।







