যশোরে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম ত্রিভাষিক (বাংলা, ইংরেজি ও আরবি) চেইন শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। ইসলামী মূল্যবোধ, আধুনিক বিজ্ঞানভিত্তিক পাঠদান ও আন্তর্জাতিক মানের কারিকুলামের সমন্বয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান।
এখানে শিক্ষার্থীরা কুরআন হিফজ, তাফসির, বাংলা–ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ ও ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভার্সনের পাঠদানের সুযোগ পাবে। প্লে থেকে কেজি পর্যন্ত কো-টিচিং পদ্ধতি, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল এটেনডেন্স ও সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
প্রতিষ্ঠানটি কোচিং-নির্ভরতা কমাতে ক্লাসেই পাঠশেষে জোর দিচ্ছে। পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা এবং মেধাবীদের জন্য স্কলারশিপ ও বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতির ব্যবস্থা রয়েছে।
চেয়ারম্যান আবু ফয়সাল জানান, ধর্মীয় আদর্শ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আলোকিত, নৈতিক ও দক্ষ প্রজন্ম গড়াই তাদের লক্ষ্য।







