স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “কেবলমাত্র খেলাধুলার মাধ্যমেই বিশ্ব দরবারে দেশের পরিচিতি বাড়ানো সম্ভব। একটি সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার সাথে যুক্ত থাকলে আমাদের সন্তানদের মাদক থেকে দূরে রাখা সম্ভব।”
রোববার বিকেলে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া মুন্সি মেহের উল্লাহ একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও শহীদ মঈন স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নার্গিস বেগম আরও বলেন, বিএনপি একটি ক্রীড়া–বান্ধব ও শিক্ষা–বান্ধব দল। আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও ক্রীড়া খাতে ব্যাপক অগ্রগতি সাধন করা হবে।
তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে বলেন, “ধানের শীষে ভোট দেওয়া মানে দেশের মানুষের ভাগ্যোন্নয়নের পক্ষে রায় দেওয়া।” এ সময় তিনি সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু কামাল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—যশোর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মকবুল হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যশোর জেলা মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান, ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান, মুন্সি মেহের উল্লাহ একাডেমির সাবেক প্রধান শিক্ষক এস. এম. শামসুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ষষিবর দাস, কাওছার আলী, নিমাই সরকার, বিএনপি নেত্রী শেলিনা পারভীন শেলীসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।







