সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়ায় শহীদ জিয়া স্মৃতি ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে আনুলিয়ার শহীদ জিয়া স্মৃতি ফুটবল মাঠে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিফাইনালের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং সাতক্ষীরা–৩ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কাজী আলাউদ্দিন।
মধ্যম একসরা মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেন, কেন্দ্রীয় কৃষকদলের নেতা আমিনুর রহমান মানুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দ্বিতীয় সেমিফাইনালে লালুয়া বাগালি আগমনী ফুটবল একাদশ ও হাজীপুর ইয়ং স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে টাইব্রেকারে হাজীপুর ইয়ং স্পোর্টিং ক্লাব ৪–২ ব্যবধানে জয়লাভ করে ফাইনালে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী আলাউদ্দিন বলেন, “বানভাসি ও দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভেবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক নিয়ে জনগণের কাছে পাঠিয়েছেন। গত পাঁচ বছরে কালিগঞ্জ–আশাশুনির মানুষের স্বপ্ন, কষ্ট ও উন্নয়নের প্রত্যাশা আমি হৃদয়ে ধারণ করেছি। ভবিষ্যতেও প্রতিটি অবহেলিত মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও ঘোষণা দেন, “যুব সমাজকে বাঁচাতে আশাশুনির প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ নির্মাণ করা হবে।”







