Friday, December 5, 2025

শার্শায় ইয়াবাসহ যুবক আটক

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।  আটক আসামি আব্দুর রহমান বাপ্পি শার্শার  দক্ষিণ বুরুজ বাগান এলাকার জয়নাল আবেদীনের ছেলে (৩৪)।
পুলিশ জানায়, শার্শা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রোববার  রাত সাড়ে বারোটার সময় শার্শা থানাধীন দক্ষিন বুরুজ বাগান এলাকা থেকে ইয়াবা ও একটি  SUZUKI GIXXER SF 150 CC মোটর সাইকেল, একটি VIVO Y22 মডেলের ব্যবহৃত মোবাইল ফোন, একটি কাটার ব্লেডসহ একজনকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানায়, শার্শা থানায় এ ঘটনায়  মামলার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর