মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বেনাপোল হাইস্কুল প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন। সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সভায় বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাহাবুদ্দিন, সহ-সভাপতি সাহাদুর রহমান খোকন, সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু, সহ-সভাপতি আবদার রহমান, জয়েন্ট সেক্রেটারি মেহেরুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আঃ আহাদ, পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জিয়াউল রহমান জিয়া।
এছাড়া বেনাপোল পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন।
সভায় গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, ১৮ নভেম্বর থেকে বেনাপোল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছোট আঁচড়া এলাকা থেকে বেনাপোল পৌর বিএনপির নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।
বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তিকে ধানের শীষ প্রতীক দিয়েছে আমাদের দল। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষকে যেকোনো মূল্যে বিজয়ী করা সম্ভব।
আর কে-০২







