Friday, December 5, 2025

চৌগাছায় গভীর রাতে দোকানে চুরি

শ্যামল দত্ত (চৌগাছা) যশোর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় আবারো গভীর রাতে ২টি দোকানে শাটার ভেঙে ড্রয়ারের তালা খুলে নগদ ২ লাখ ৭৮ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে মেইন স্ট্যান্ডের পাশে ঘটনাটি ঘটে।

চৌগাছা ডিজিটাল স্টুডিও মোবাইল ব্যাংকিং দোকানের স্বত্বাধিকারী রবিউল ইসলাম (৩৫) দোকান থেকে ১ লাখ ১৫ হাজার এবং আল্লাহর দান হোমিও হলের চিকিৎসক শরিফুল ইসলাম (৪০) দোকানের শাটার ভেঙে ড্রয়ারের তালা খুলে ১ লাখ ৬৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পাশের দোকানদার সুমন গার্মেন্টসের স্বত্বাধিকারী মিজানুর রহমান (৬৫) বলেন, শুক্রবার সকালে দোকানে এসে দেখেন চৌগাছা ডিজিটাল স্টুডিও মোবাইল ব্যাংকিং দোকান ও আল্লাহর দান হোমিও হল দোকানের শাটার ভাঙা ছিল এবং তার গার্মেন্টসের দোকানের শাটার চাপ দিলে খুলতে পারেননি। তিনি দুই দোকানদারকে খবর দিলে তারা এসে দেখেন শাটার ও দোকানের ড্রয়ারের তালা খুলে ২ লাখ ৭৮ হাজার টাকা খোয়া গেছে। পিছন থেকে ছাদের ফাঁকা জায়গা দিয়ে ভিতরে ঢুকে চোর/চোরেরা চুরিসংগঠিত করেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন গভীর রাতে চুরির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোর চক্রকে আটকানোর জন্য তাদের অভিযান অব্যাহত রয়েছে।

আর কে-০৪

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর