মাসুদুর রহমান শেখ, বেনাপোল: শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামের আব্দুল জব্বারের ছোট ছেলে আব্দুল্লাহ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে তার প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে উপজেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভা।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম, বেনাপোল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুর জব্বার, বেনাপোল পৌরসভার প্রধান সহকারী আব্দুল্লাহ আল মাসুম রনি, নক্সাকার মফিজুর রহমান এবং স্টোর কিপার মশিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় নিয়াজ মাখদুম বলেন, “আমরা উপজেলা প্রশাসন ও পৌরসভা প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে আছি এবং থাকব।”
শহীদ আব্দুল্লাহর পিতা আব্দুর জব্বার বুকভরা কষ্ট আর অশ্রুসিক্ত চোখে বলেন, “আজ আমার সম্মান, টাকা–পয়সা সবই আছে, কিন্তু আমার সন্তান আর নেই—এটাই সবচেয়ে বড় যন্ত্রণা।”
শহীদের মামা ইসরাইল সরদার বলেন, “আপনারা সবাই আমার ভাগ্নের জন্য দোয়া করবেন, যেন সে পরকালে ভালো থাকে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”







