যশোর-০৩ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক বাবু সাধন কুমার ঘোষ। বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাস, সদস্য সচিব নির্মল কুমার বীট, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুদীপ্ত কুমার ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অনিন্দ্য ইসলাম অমিত একজন তরুণ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে যশোর সদরসহ পুরো অঞ্চলে সম্প্রীতি, উন্নয়ন ও সাম্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।
উঠান বৈঠকে স্থানীয় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান সম্প্রদায়ের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়।







