Friday, December 5, 2025

আশাশুনিকে ইকোনমিক জোনে রূপান্তরের প্রতিশ্রুতি কাজী আলাউদ্দিনের

সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কাজী আলাউদ্দিন আশাশুনিকে আধুনিক ইকোনমিক জোনে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার চৌরাস্তার বালুর মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

কাজী আলাউদ্দিন বলেন, “জনগণের রায় পেয়ে সংসদে নির্বাচিত হতে পারলে আশাশুনিকে একটি আধুনিক ইকোনমিক জোনে পরিণত করা হবে। উপকূলীয় এ অঞ্চলে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাটের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, উন্নত স্বাস্থ্যসেবা, সুপেয় পানি ও আধুনিক স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই দেশে উৎপাদন ও উন্নয়নের রাজনীতি শুরু হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থেকে সেই উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনবে।”

আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিটি মসজিদ-মন্দির সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও জোরদারের আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।

এসময় উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা যুবদলের সভাপতি আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ ও আনারুল ইসলাম নন্টু, কালিগঞ্জ বিএনপির নেতা হাফিজুর রহমান শিমুলসহ স্থানীয় নেতাকর্মীরা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর