উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু, সহ-সভাপতি গোলাম মাওলা, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রহমান বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা।
এছাড়া পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক বাপ্পি, এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘লিটন ট্রেডিং’-এ টায়ার, ব্যাটারি ও সকল প্রকার লুব্রিকেটিং অয়েল পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে বলে জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।