যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় রাজু (১৮) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে মনিরামপুর থানার কুয়াদা বাজার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজু হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যশোর শহর থেকে নিজ বাড়ি নেহালপুর যাচ্ছিলেন। পথিমধ্যে কুয়াদা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেন।







