শফিয়ার রহমান, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজে গুণি ২ শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে শিক্ষক কর্মচারী আয়োজিত সংবর্ধিত শিক্ষক হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক বিদ্যুৎ রায় এবং রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নমিতা মন্ডল।
জানাযায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ-এর সভাপতিত্বে এবং অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় এ রাজসিক বিদায়ী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক অধ্যাপক বিদ্যুৎ রায় ও অধ্যাপক নমিতা মন্ডল, তাঁদের সুদীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, মঞ্জু বিশ্বাস, দিলরুবা আফরোজ, এম আলাউদ্দিন, নিহার রঞ্জন হালদার, মোঃ মিজানুর রহমান, মাহমুদুল ইমরান, মোঃ মুহিব বুল্লাহ, রেহেনা পারভীন, রিপন আলীসহ কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। বক্তারা সকলেই দুই শিক্ষকের কর্মজীবনের নানা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন এবং তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাঁদের শিক্ষকতা জীবনের সাফল্য, আন্তরিকতা এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করা হয়।
অনুষ্ঠান শেষে, কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে অবসর গ্রহণকারী শিক্ষকদ্বয়ের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট, মানপত্র এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
আর কে-০৮







