বেনাপোল প্রতিনিধিঃ শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামপুর গ্রামের বিএনপি কর্মী আজগার গোলদার (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন দুপুর ২টায় রামপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।
জানাজায় শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
আর কে-০৪







