যশোরের বাঘারপাড়া উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে বাঘারপাড়ার খাজুরা তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের রাকিব হোসেন বাঘারপাড়া উপজেলার ধলগ্রামের নবীর হোসেনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের আব্দুল হকের ছেলে কাবিরুল ইসলাম ও শাহাজাহানের ছেলে সুইট হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে খাজুরা তেল পাম্পের সামনে দিয়ে দুইটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে । এতে তিনজনই গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিব হোসেনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।
রাতদিন সংবাদ







