Friday, December 5, 2025

খুলনায় এনসিপি কার্যালয়ে মধ্যরাতে হামলা ও ভাঙচুর

খুলনা জেলা ও মহানগর জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)-র কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে শহরের টাইগার গার্ডেন সংলগ্ন কার্যালয়টিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে একদল দুর্বৃত্ত কার্যালয়ে ঢুকে তাণ্ডব চালায়। তারা অফিসের আসবাবপত্র ও কাঁচের সামগ্রী ভাঙচুর করে দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। তবে ঘটনার পেছনে কারা জড়িত এবং উদ্দেশ্য কী—তা এখনো জানা যায়নি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর