Saturday, December 6, 2025

শার্শায় রাইটস যশোরের ত্রৈমাসিক তথ্য শেয়ারিং সভা অনুষ্ঠিত

মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের শার্শায় মানবাধিকার সংস্থা রাইটস যশোর-এর ত্রৈমাসিক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এ সভা হয়।

রাইটস যশোরের প্রোগ্রামার সরোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল ইমিগ্রেশন, পোর্ট থানা, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর ও সাংবাদিক প্রতিনিধিরা।

সভায় নারী ও শিশু পাচার প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং বেনাপোলে প্রতিষ্ঠিত হাফওয়ে শেল্টার হোমের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ইউএনও কাজী নাজিব হাসান বলেন, “মানবাধিকার সুরক্ষায় সরকার সবসময় পাশে থাকবে। নারী-শিশুদের পুনর্বাসন, প্রশিক্ষণ ও মানসিক উন্নয়নে রাইটস যশোরের ভূমিকা প্রশংসনীয়।”

উল্লেখ্য, রাইটস যশোর ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়ে সীমান্তবর্তী এলাকায় মানব পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন ও নারী-শিশু সুরক্ষায় কাজ করছে। বর্তমানে সংস্থাটি KOICA ও IOM-এর কারিগরি সহায়তায় দেশের ৬ জেলায় কার্যক্রম পরিচালনা করছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর