Saturday, December 6, 2025

পুটখালী ইউনিয়নে মফিকুল হাসান তৃপ্তির বিশাল কর্মীসভা ও লিফলেট বিতরণ

মো. মাসুদুর রহমান শেখ, বেনাপোল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মফিকুল হাসান তৃপ্তির নেতৃত্বে পুটখালী ইউনিয়নের বালুন্ডা হাইস্কুল মাঠে এক বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ জনগণের বিপুল উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “শার্শা উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালান ও বেকারত্ব বড় সমস্যা। ধানের শীষে ভোট দিয়ে দেশনেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। নির্বাচিত হলে সীমান্ত এলাকার মানুষের ভাগ্যোন্নয়নে ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব। শিক্ষিত যুবকদের চাকরির ব্যবস্থা ও বেকার নারীদের ঘরে বসে আয়-উপার্জনের সুযোগ সৃষ্টি করে শার্শাকে শিল্পনগরীতে রূপান্তরিত করা হবে। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। আমি ইতোমধ্যে এই ইউনিয়নের ১৫ জনকে পুলিশের চাকরিতে নিয়োগে সহযোগিতা করেছি এবং পুটখালী যুবদল নেতা খালেক হত্যার বিচার অবশ্যই করব।”

সভায় সভাপতিত্ব করেন বালুন্ডা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমদাদুল হক ইমদাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহসভাপতি ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি মোনায়েম হোসেন, সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন তাইজেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, বেনাপোল পৌর বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, আশরাফুজ্জামান মির্জা, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহানুর রহমান শাওন, বিএনপি নেতা আব্দুর রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

কর্মীসভা শেষে মো. মফিকুল হাসান তৃপ্তি বালুন্ডা ও বারোপোতা বাজারে বিএনপির ৩১ দফা কর্মসূচি নিয়ে লিফলেট বিতরণ করেন।

তিনি ব্যবসায়ী, কৃষক ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিএনপির ঘোষিত ৩১ দফার প্রতিটি বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর