যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪২ পুরিয়া হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল আড়াইটার দিকে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্তকেন্দ্রের রুদ্রপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক মো. জিয়ারুল ইসলাম ওরফে জিয়া রুদ্রপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মোড়লের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) গোরাচাঁদ দাশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছথেকে হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে।
বিশেষ প্রতিনিধি







