Friday, December 5, 2025

নতুন কুঁড়ি’তে গল্প বলে দ্বিতীয় যশোরের আয়েশা

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জনপ্রিয় রিয়েলিটি শো ‘নতুন কুঁড়ি’র ফাইনাল রাউন্ডে ‘গল্প বলা’ বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে যশোরের আয়েশা সিদ্দিকা। সে থিয়েটার ক্যানভাস যশোরের একজন শিশু শিল্পী।

আয়েশা সিদ্দিকা যশোর সদর উপজেলার নূরপুর গ্রামের মিজানুর রহমান ও শান্তা খাতুনের মেয়ে। সে যশোরের নবকিশলয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং যশোর জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি বিভাগের ছাত্রী।

থিয়েটার ক্যানভাসের পক্ষ থেকে জানানো হয়, আয়েশার এই সাফল্য যশোরের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গর্বের এবং এটি অন্য শিশু ও তরুণদের অনুপ্রাণিত করবে। আয়েশার পরিবার তার এই সফলতা অব্যাহত রেখে ভবিষ্যতে আরও গৌরব বয়ে আনতে পারে, সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর