যশোরে খ্রিস্টধর্মাবলম্বীদের বাৎসরিক কবর আশীর্বাদ দিবস পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের কারবালা মোড়ের খ্রিস্টান কবরস্থানে প্রার্থনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধসহ বহু খ্রিস্টান কবরস্থানে সমবেত হয়ে মৃত স্বজনদের কবর ফুল, মোমবাতি ও ধূপ দিয়ে সাজিয়ে তাদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন।
বিশেষ প্রার্থনা পরিচালনা করেন যশোর ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার নিকোলাস মন্ডল। তিনি বলেন, এ দিনটি মৃতদের আত্মার ক্ষমা ও জীবিতদের মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়।





