মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১১ বোতল বিদেশি মদসহ দুই ভাইকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল পুরাতন পৌরসভা মার্কেটের সামনে থেকে ডিবির এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন এবং এএসআই নির্মল কুমার দাসের সমন্বয়ে একটি টিম তাদের আটক করে।
আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের কাউসার আলীর দুই ছেলে সাজ্জাদুল ইসলাম রাসেল ও রাব্বি হোসেন।
এসময় মোঃ সাজ্জাদুল ইসলাম রাসেল (২৭)-এর কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ৬ বোতল বিদেশি মদ এবং মোঃ রাব্বি হোসেন (২০)-এর কাঁধে থাকা নেভি ব্লু রংয়ের ব্যাগ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কামাল হোসেন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আর কে-০৩







