মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালিকবিহীন অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিজিবির টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, চকলেট, ওষুধ, শার্ট পিস, কম্বল, থান কাপড় এবং কসমেটিকস সামগ্রীসহ বিভিন্ন পণ্য আটক করে।
আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৯৫ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং অভিযান পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, “এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।”







