যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৩৯ বোতল ভারতীয় WINCEREX কফ সিরাপ ও দুটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে খুলনা ২১ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকার একটি পাকা রাস্তার পাশে ফেলে রাখা মালামাল দেখতে পায়।
২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. খুরশীদ আনোয়ার জানান, দীর্ঘদিন ধরে ওই সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিল ও সিরাপ পাচার হয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে টহল জোরদার করা হয়। অভিযানের সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৩৯ বোতল ভারতীয় WINCEREX সিরাপ ও দুটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও যানবাহনের আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৫৫ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।
রাতদিন সংবাদ







