বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার ন্যায্য বিচার ও মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিবাদী মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি।
আয়োজক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে নয়টায় যশোর শহরের গাড়িখানা এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হবে। মিছিল শেষে মনিহার সিনেমা হলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে বক্তারা সালমান শাহ হত্যার প্রকৃত রহস্য উদঘাটন, মামলার অগ্রগতি প্রকাশ এবং মূল অভিযুক্তদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাবেন। কর্মসূচির অংশ হিসেবে সালমান শাহ হত্যার মূল অভিযুক্ত হিসেবে পরিচিত স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনের কুশপুত্তলিকা দাহ করা হবে।
এ আয়োজনে সার্বিক তত্ত্বাবধান করছে কাঠেরপুল যুব সংঘ, যশোর। সংগঠনের পরিচালক শিমুল ভূইয়া যশোরের সকল সালমান ভক্ত ও সাধারণ দর্শকদের মশাল মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি কর্মসূচির সংবাদ কাভারেজের জন্য সকল গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।







